খেলাধুলা ডেস্ক: অ্যামিরেটস স্টেডিয়ামে আর্সেনালকে ম্যাচের ৭৪ মিনিট পর্যন্ত গোলের সুযোগ দেয়নি স্টোক সিটি। তবে শেষের দাপটে স্টোক সিটির বিপক্ষে তিন গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে গানাররা। রবিবার রাতে ঘরের মাঠে স্টোক সিটিকে আতিথ্য দেয় আর্সেনাল। ওই ম্যাচে পিয়েরে এমেরিক আউবামেয়াংয়ের জোড়া গোলে ৩-০ ব্যবধানে জয় পান আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।
এদিনের এই জয়ে ৩১ ম্যাচ শেষে টেবিলের ষষ্ঠ অবস্থানে থাকা আর্সেনাল পয়েন্ট ৫১। সমান ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে শিরোপা ঘরে তোলার অপেক্ষায় থাকা ম্যানচেস্টার সিটি।
রবিবার ম্যাচের শুরু থেকেই আক্রমণে সমানে-সমান থাকলেও ম্যাচের ২৩ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল আর্সেনাল। তবে ম্যাচের ২৩ মিনিটে অ্যারন রামসির শট গোল পোস্টে লেগে ফিরে আসলে উচ্ছ্বাস করতে পারেনি অ্যামিরেটসের দর্শকরা। প্রথমার্ধে গোলশূন্য থেকেই বিশ্রামে যায় দু’দল।
বিরতির পর চেনা দর্শকদের সামনে গোলের জন্য মরিয়া হয়ে উঠতে থাকে আর্সেনাল। ৫৬ মিনিটে ওজিলের বাড়ানো বলে গোলের সুযোগ পেলেও লক্ষ্যে পাঠাতে পারেনি ড্যানি ওয়েলব্যাক। অবশেষে ম্যাচের ৭৫ মিনিটে স্বাগতিক দর্শকদের উচ্ছ্বাস উপহার দেন আউবামেয়াং।
এ সময় ডি বক্সে মেসুত ওজিলকে ফাউল করলে পেনাল্টি বাঁশি বাজান রেফারি।সেটি কাজে লাগিয়ে গোল এনে দেন তিনি। ম্যাচের ৮৬ মিনিটে দলের ও নিজের ব্যবধান দিগুণ করেন আউবামেয়াং। কর্ণার থেকে পাওয়া বল দারুণ ভলিতে স্টোকসিটির জালে পাঠান এ ফরোয়ার্ড।
আর্সেনালের হয়ে অপর গোলটি করেন আলেকসদ লাকাজেত। ম্যাচের ৮৯ মিনিটে ডি বক্সের মধ্যে পেনাল্টির শিকার হলে দারুণ এক স্পট কিকে নিজেই গোলটি করেন ফরাসি এ তারকা। তার গোলে ভর করে ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে ওয়েঙ্গারের শিষ্যরা।