সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জে সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘উচ্ছ্বাস বাংলাদেশ’।
মঙ্গলবার (২৩ আগস্ট) জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের চারটি গ্রামের ৩০০ পরিবারকে ৩ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, এনার্জি বিস্কুট ও কলা দিয়েছে সংগঠনটি।
‘নিউট্রিশন মেটারস’ নামে বছরব্যাপী এ কার্যক্রমের অংশ হিসেবে প্রথম ধাপে সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে কার্যক্রমটি শুরু হলো বলে জানান- উচ্ছ্বাস বাংলাদেশের প্রতিষ্ঠাতা সানজান সুহান ও সৈয়দ মোস্তফা মূসা।
সকালে সিলেটে সংগঠনটির বছরব্যাপী এ কার্যক্রমের উদ্বোধনে উপস্থিত ছিলেন- নর্থ ইস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের শিশু বিভাগের প্রধান এবং উচ্ছ্বাস বাংলাদেশের উপদেষ্টা প্রফেসর ড. সৈয়দ মূসা এম এ কাইয়ুম।
দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরে ৩০০ পরিবারকে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের ইন-চার্জ শিক্ষিকা সেলিনা আক্তার ক্রোরী, নর্থ ইস্ট মেডিকেল কলেজের চিকিৎসক সৈয়দ মোহাম্মদ মুসা, শামীমা রহমান ও বাংলাদেশ আইসিটি ইনোভেশন ফোরামের নির্বাহী সৈয়দ মাহমুদ মুসা।
উচ্ছাস বাংলাদেশের স্বেচ্ছাসেবী দলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নভেরা, মাহি, মাহদি, আবির, মুবিন, নাইম, ইরতেজা ও আখতার।