বিশ্ববিদ্যালয়, সাভার অধরচন্দ্র হাই স্কুল, সাভার উচ্চ বালিকা বিদ্যালয়, মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা কলেজ, আশুলিয়া কলেজ, জাবাল-ই-নুর ক্যাডেট মাদরাসা, সিন্দুরিয়া মাদরাসা, কালিয়াকৈরে ডি এম আলিম মাদ্রাসাসহ স্থানীয় সকল কিন্ডার গার্ডেনের শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। জঙ্গীবাদ, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে কয়েক হাজার ছাত্র-ছাত্রী শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা বিভিন্ন সড়কের পাশে দীর্ঘ লাইনে দাড়িয়ে হাতে হাত ধরে মানববন্ধনে অংশ নেয়। এসময় মানববন্ধনে অংশ নেয় সবার হাতে বিভিন্ন ধরনের জঙ্গী বিরোধী লেখা ব্যানার, ফেসটুন, প্লেকার্ড দেখা যায়।
সভায় বক্তারা বলেন, জঙ্গীবাদ, সন্ত্রাস ও নৈরাজ্যের আস্তানা বাংলার মাটিতে স্থান পাবে না। তাদেরকে দেখা মাত্র সকলে সম্মিলিতভাবে আটক করে আইনের হাতে সোপর্দ করতে হবে। নিজ নিজ পরিবারের উঠতি বয়সীদের দিকে লক্ষ্য রেখে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন নেতৃবৃন্দ।