বরিশালের আগৈলঝাড়ায় মন্দিরের মূর্তি ভাংচুর করেছে পান্নু ভুঁইয়া নামে এক দুর্বৃত্ত। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মূর্তি ভাংচুরের সাথে জড়িত পান্নু ভুঁইয়া মাদকসেবী হওয়ায় পরবর্তী আশঙ্কায় তার বিরুদ্ধে কোন মামলা করতে ভয় পাচ্ছে ওই বাড়ির লোকজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রতœপুর ইউনিয়নের গৌহার হালদার বাড়ির সার্বজনীন শীতলা ও গোবিন্দ মন্দিরে রোববার দুপুরে শীতলা ও রাধা-গোবিন্দের মূর্তি ভাংচুর করে পার্শ্ববর্তী সেরাল গ্রামের সেকেন্দার ভুঁইয়ার ছেলে পান্নু ভুঁইয়া। ওই বাড়ির সুনীল হালদারের স্ত্রী দীপালি হালদার জানান, দুপুরে উঠানে কাজ করার সময় একটি শব্দ শুনে মন্দিরের দিকে এগিয়ে দেখি মন্দিরের দরজা খোলা। তখন পান্নু ভুঁইয়া মন্দিরে প্রবেশ করে শীতলা ও রাধা-গোবিন্দের মূর্তি ভাংচুর করে। আমি ভয়ে কোন কথা বলিনি। গতকাল আমরা মন্দিরে পূজা করেছিলাম। ঘটনার পর থেকে অভিযুক্ত পান্নু ভুঁইয়া পলাতক রয়েছে। মূর্তি ভাংচুরের ঘটনা শুনে আগৈলঝাড়া থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করে উর্ধতন পুলিশ প্রশাসনকে অবহিত করেছেন। ওসি মো. মনিরুল ইসলাম বলেন, মূর্তি ভাংচুরের ব্যাপারে কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।