বিনোদন ডেস্কঃ শিল্প ও সাংস্কৃতিক চর্চা মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে, নিঃসন্দেহে সঙ্গীত চর্চা বেশ পরিশ্রমের। তবে সঙ্গীত জীবনে আছে অন্য এক অপূর্ব সুন্দর ভুবন।
যে ভুবনে অনেক কিছুই পূরণ করে নেয়া যায় সহজে, যদিও একথাটি নেহায়েত সঙ্গীত জগতের মানুষদের।
আর এসব প্রাপ্তি থেকে জীবনে অর্জনের খাতায় ক্রমাগত সংযোজন হতে থাকে অবর্ণনীয় অভিজ্ঞতা।
কুয়েতে সঙ্গীত চর্চায় নবীন প্রতিভাবান এক কবির বিরামহীন পথাচলা কুয়েতের কবি মহলে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।
আর এই নবীন কবির নাম বেলাল হোসেন, কুয়েতে শত কর্ম ব্যস্ততার মাঝেও সঙ্গীত চর্চা করে চলেছেন কবি বেলাল হুসেন।
সম্প্রতি কবিতা লেখার পাশাপাশি কবি বেলাল কিছু গানে কথা ও সুর দিয়ে চলেছেন বলে জানাগেছে।
খুব শীঘ্রই বাজারে আসছে কবি বেলালের সুর ও কথায় ও গায়ক আকরামের কণ্ঠে ‘ও সুন্দরী ললনা’ নামে গানের সিডি ক্যাসেট।
‘ও সুন্দরী ললনা’ সিডি ক্যাসেটে পাশাপাশি প্রবীণ বাউল সম্রাটদের গানও থাকছে, শাহ্ আব্দুল করিম, কারী আমির উদ্দিন ও দূরবীন শাহ্ এর মতো গুণী শিল্পীদের।