ইতালী থেকে তুহিন মাহামুদঃ ইতালীর মিলান শহরে স্হানীয় একটি চাইনিজ রেস্তরায় লোম্বারদিয়া আওয়ামী লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। ১৫ আগস্ট মঙ্গলবার বিকাল ৬টায় লোম্বারদিয়া আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শোকাবহ হৃদয়ে অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। লোম্বারদিয়া আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ:মান্নান মালিথার সভাপতিত্বে এবং নাজমুল কবির জামানের পরিচালনায় সভার শুরুতে আ’লীগের যুগ্নসম্পাদক তুহিন মাহামুদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যেদিয়ে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতীর জনক বঙ্গবন্ধু সহ সকল শাহাদাৎ বরণকারী সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক প্রজ্ঞা এবং তাঁর সংগ্রামী অরাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য দিকসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ:মান্নান মালিথা,সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান,সম্মানিত সদস্য আকরাম হোসেন,সহ সভাপতি বীর মুক্তি যোদ্ধা কাজী নেছার উদ্দিন,সহ সভাপতি আলী আহমেদ,সহ সভাপতি খোরশেদ আলম,জিনুমেম্বার,যুগ্ন সম্পাদক মোহাম্মাদ হানিফ শিপন,যুগ্ন সম্পাদক সরোয়ার হোসেন মোল্লা,যুগ্ন সম্পাদক,জামিল আহমেদ,যুগ্ন সম্পাদক চঞ্চল রহমান,যুগ্ন সম্পাদক তুহিন মাহামুদ,সদস্য খান রিপন,সাংগঠনিক সম্পাদক
আরফান শিকদার,প্রচার সম্পাদক জাকির হোসেন মামুন,প্রকাশনা সম্পাদক মুনছুর খালাসী,মাসুদ,মিজান হাওলাদার,যুবলীগ সভাপতি খান মামুন,সাধারণ সম্পাদক শফিউদ্দিন,বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সাইদুর রহমান,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম কাওছার, যুবলীগের যুগ্ন সম্পাদক ফজলুল করিম,সাংগঠনিক সম্পাদক এনায়েত হাওলাদার,রিপন,আফজাল সহ প্রমূখ নেতৃবৃন্দ। আলোচনা সভার শেষে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্ট এর সকল শহীদের আত্নার মাগফিরাত এবং দেশ জাতীর শান্তি কামনা করে মোনাজাত করেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম কাওছার। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী সহ সাংবাদিক বৃন্দ উপস্হিত ছিলেন। সবশেষে তবারক বিতরণের মধ্যেদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।