রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা : রাঙ্গুনিয়া উপজেলা সমাজসেবা অফিস কর্মচারীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত কর্মচারীকে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) এই ঘটনা ঘটে। এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগে জানা যায, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মচারি জয়নাল আবেদীন(৬০) এর ইছাখালী আদিলপুরের ভোগদখলীয় জায়গা দীর্ঘদিন ধরে পার্শ¦বর্তীরা জবর দখল করার পাঁয়তারা করে আসছে। গত সোমবার সকাল ৮ টায় প্রতিপক্ষরা লোহার শাবল নিয়ে জয়নাল আবেদীনের ভিটেবাড়িতে প্রবেশ করে। প্রতিপক্ষদের হাতে থাকা লোহার শাবল দিয়ে তার উপর হামলা চালায়। এসময় শাবল দিয়ে তার মাথায় আঘাত করলে গুরুতর জখম হন তিনি। পরে এলাকার লোকজন এগিয়ে এসে তাকে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানায় অভিযোগ করা হয়েছে।