ডেস্ক নিউজ : চিহ্নিত যুদ্ধাপরাধীরা বিজয় দিবসের কোনো অনুষ্ঠানে প্রধান অতিথি বা আয়োজক হতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আগের বছরগুলোতে স্বাধীনতা বিরোধীদের বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি করায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
সচিবালয়ে বৃহস্পতিবার দুপুরে বিজয় দিবসের সার্বিক নিরাপত্তা নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘রংপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলাকারীদের ছবি দেখে চিহ্নিত করা হচ্ছে।’
রংপুর সহিংসতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, ‘আমরা টের পাচ্ছি রংপুরের ঘটনাটি গভীর ষড়যন্ত্রের অংশ। কিন্তু তদন্তের আগে অনুষ্ঠানিকভাবে কিছু বলছি না।’ এছাড়া তিনি বলেন, ‘ভিডিও ও ছবি দেখে অনেককে চিহ্নিত করা হয়েছে। এদের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। লক্ষ্য রাখছি যাতে নিরীহ কেউ গ্রেফতার না হয়।’
১০ নভেম্বর ফেইসবুকে ধর্মীয় অবমাননায় স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে রংপুরের গঙ্গাচড়া উপজেলার হরকলি ঠাকুরপাড়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের আটটি বাড়ি পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ গুলি ছুড়লে একজন ও পুলিশসহ ২৫ জন আহত হন।(সময়নিউজ.টিভি)