আন্তর্জাতিক ডেস্ক : মোদি বিধি ভেঙেছেন, নির্বাচন কমিশন বিজেপির কাঠের পুতুল: কংগ্রেস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নির্বাচনি বিধিভঙ্গের অভিযোগ এনেছে প্রধান বিরোধীদল কংগ্রেস। আজ (বৃহস্পতিবার) দলটির পক্ষ থেকে ওই অভিযোগ করা হয়েছে।
অন্যদিকে, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কমিশন বিজেপি’র হাতের কাঠপুতুলে পরিণত হয়েছে বলে কংগ্রেসের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে।
বিজেপিশাসিত গুজরাটে আজ বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। আজ দ্বিতীয় ও শেষ দফার নির্বাচন অনুষ্ঠিত হয়।
গুজরাটে ভোট দেয়ার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রকাশ্যে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় বিজেপির কর্মী-সমর্থকরা দলীয় পতাকা হাতে নিয়ে জড়ো হলে প্রধানমন্ত্রী রোড শো করেন বলে কংগ্রেসের অভিযোগ।
তাদের মতে, নির্বাচনের দিন ওই রোড শো’ আদর্শ আচরণবিধি ভঙ্গের শামিল।
এদিকে, কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা আজ সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, ‘প্রধানমন্ত্রী নির্বাচনী বিধি ভেঙেছেন। রোড শো’তে বিজেপি’র পতাকা উড়ছে। দলীয় কর্মী-সমর্থকরা তাতে পতাকা হাতে শামিল হয়েছেন। নির্বাচন কমিশন এসব দেখেশুনেও কোনো পদক্ষেপ না নেয়ায় কমিশন বিজেপির কাঠের পুতুলে পরিণত হয়েছে। এটা লজ্জার!’
নির্বাচন কমিশন বিজেপি’র শাখা সংগঠনে পরিণত হয়েছে এবং তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অঙুলি হেলনে চলছে বলেও রণদীপ সূর্যেওয়ালা অভিযোগ করেন। তিনি নির্বাচন কমিশনারকে সাংবিধানিক পদের মর্যাদা রাখার আহ্বান জানান।
দলটির পক্ষ থেকে আজ দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরের সামনে বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড বহন করে ব্যাপক বিক্ষোভ দেখানো হয়। এ সময় ক্ষুব্ধ জনতা ‘বিজেপি হায় হায়, ‘নির্বাচন কমিশন হায় হায়’, ‘নির্বাচন কমিশন মুর্দাবাদ’ প্রভৃতি স্লোগানে উত্তাল হয়ে ওঠেন। (পার্সটুডে)