অগ্রদৃষ্টি ডেস্ক: সরকারি খাতের সঙ্গে সামঞ্জস্য রেখে বেসরকারি খাতকে এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তত্ত্বাবধায়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
আজ শুক্রবার দুপুরে প্রেস ইন্সটিটিউট মিলনায়তনে বাজেট বিষয়ক রিপোর্ট প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, বিশ্ব পরিবর্তনের সঙ্গে বাংলাদেশেরও পরিবর্তন হচ্ছে। বেসরকারি খাত আস্তে আস্তে আরও বড় হচ্ছে। ব্যক্তিখাতের ব্যপ্তি বিকাশ হচ্ছে।
তিনি বলেন, এডিবির বাস্তবায়ন, দীর্ঘসূত্রিতা এবং ব্যর্থতা নিয়ে সারা বছর রিপোর্ট করা যায়।
প্রেস ইন্সটিটিউটের মহাপরিচালক শাহ আলমগীরের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে বিএফইজে’র মহাপরিচালক ওমর ফারুক, ইআরএফে’র সভাপতি সাইফ ইসলাম বেলাল উপস্থিত ছিলেন।