সরকার বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, তাদের এই অপচেষ্টা টিকবে না। কারণ জনগণ তাদের ভোটাধিকার ছিনিয়ে নেবে। আর তখন নৌকায় নয়, জনগণ ধানের শীষেই ভোট দেবে। বিএনপিকে বোকা বানানোর চেষ্টা ব্যার্থ হবে সরকারের।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে এক প্রতিবাদ সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ‘বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি’ শীর্ষক এ প্রতিবাদ সভার আয়োজন করে ধামরাই থানার সাবেক ছাত্রদল নেতারা।
বর্তমান ক্ষমতাসীনরা যেভাবে রাজনীতিবিদদের হয়রানি করছে পাকিস্তানের শাসন আমলেও রাজনীতিবিদরা এত সমস্যার সম্মুখিন হয়নি বলেও মন্তব্য করেন নোমান।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আব্দুল্লাহ আল নোমান বলেন, আপনি আশঙ্কা করছেন, বহির্বিশ্বের ন্যায় অশান্তির ঘূর্ণিঝড় বাংলাদেশেও পড়তে পারে। এতে দেশে সহিংসতা দেখা দেবে। তবে আমি আপনাকে বলতে চাই, এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সবসময় পাশে থাকবে। কিন্তু এর আগে আসুন জাতীয় সংলাপে বসি। আর এই সংলাপের মাধ্যমে কিছু সমস্যার সমাধান হবে।
বিএনপির এ নেতা বলেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের চার মাস অতিবাহিত হলেও নগরের কোনো উন্নয়ন হয়নি। নগর মেয়ররা কোনো ধরনের উন্নয়নের কাজ দেখাতে পারেননি। তবে গত চার মাসে নগর উন্নয়নের জন্য মেয়ররা বাজেটের ৪ শতাংশ খরচ দেখিয়েছেন। অথচ গত চার মাসে ঢাকার কোনো উন্নয়ন হয়নি।
ঢাকা জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন- বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।