খেলাধুলা ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে হ্যাট্রিক শিরোপার পথে রিয়াল মাদ্রিদ। আগামী ২৭শে মে ইউক্রেনের কিয়েভের ফাইনালে ইংলিশ ক্লাব লিভারপুলের মুখোমুখি হরে রিয়াল। শিরোপা নির্ধারণী এ ম্যাচে নিজেদেরকেই এগিয়ে রাখছেন রিয়াল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
গতকাল এক সংবাদ সম্মেলনে পর্তুগিজ উইঙ্গার বলেন, ফাইনাল সবসময়ই বিশেষ কিছু। কোন দলের মুখোমুখি হচ্ছি, সেটা কোনও ব্যাপার নয়। আমার মনে হয় না কাজটা সহজ হবে।
কারণ এবারের মৌসুমে ওরা দুর্দান্ত খেলছে। তবে শ্রেষ্ঠত্বের বিষয়টি মাঠেই প্রমাণ দিতে চান এবারের চ্যাম্পিয়নস লীগে ১৫ গোল করা পর্তুগিজ তারকা।
তিনি আরো বলেন, আমার মতে ফাইনালে রিয়াল মাদ্রিদ এগিয়ে রয়েছে। তবে এই ম্যাচে আমাদের সেটা প্রমাণ করতে হবে। শনিবার আমি সম্পূর্ণ ফিট হয়েই মাঠে নামতে পারব। আশা করছি আমি খেলব ও গোলও করব। চলতি মাসের শুরুতে স্প্যানিশ লা লিগায় এল ক্লাসিকোতে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন রোনালদো। দুই ম্যাচ মিস করে শনিবার মাঠে ফিরেছেন ভিয়ারিয়ালের বিপক্ষে লীগের শেষ ম্যাচে। ফিরে গোলও করেছেন।