প্রবাসী সাহিত্য পরিষদ কুয়েত’র নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সাবেক সভাপতি মোরশেদ আলম উক্ত কমিটি ঘোষণা করেন।
গত বৃহস্পতিবার১৮ই জানুয়ারি ২০১৮ কুয়েত সিটিস্হ একটি হোটেলের হলরুমে সংশ্লিষ্ট দায়িত্বশীল ও সদস্যবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভা চলাকালীন সময়ে বক্তারা একপর্যায়ে সংগঠনটির বিগত কাজের মূল্যায়ন ও ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
শেষে আগামী দিনে সংগঠনটি আরো কার্যকর প্রচার-প্রসার ও গতিশীল করতেই নতুন কমিটি করার সিদ্ধান্তে সকলই ঐক্যমত্যে পৌঁছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরামের সভাপতি ও মাসিক মরুলেখার সম্পাদক রউফ মওলা।
আহ্বায়ক কমিটি যাঁদেরকে নিয়ে গঠিত হয়েছে যথাক্রমে, কবি আব্দুর রহিম (আহ্বায়ক),শাহী ইমরান শিকদার (সদস্য সচিব)।
সদস্যবৃন্দ হলেন, মোরশেদ আলম বাদল, রফিকুল ইসলাম ভুলু, সেলিম রেজা, মাসুদ করিম, বাবুল আক্তার নুর, আনিছুর রহমান মিলন, শেখ আব্দুল আহাদ, এম এম মিঠু, বাবুল মুন্সী, সঞ্জীবচন্দ্র বাধন, রবিউল ইসলাম খান।
সূত্র, মাসিক মরুলেখা