স্টাফ রিপোর্টার্স।। প্রধানমন্ত্রীর সহকারী পরিচয়দারী একান্ত সচিব (এপিএস) পরিচয়ে মোবাইল ফোনের মাধ্যমে প্রতারণার অভিযোগে শহিদুল ইসলাম নয়ন (৩৭) নামে একব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার দুপুরে রাজধানীর শেরেবাংলানগর থানাধীন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও তিনটি সিম উদ্ধার করা হয়। যার একটি প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শেখরের হারিয়ে যাওয়া বাংলালিংক নম্বর- ০১৯১১-১১২২১৯। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নয়ন জানান, তিনি প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শেখরের ব্যবহৃত নম্বরটির হুবহু গ্রামীন ফোন সংযোগের একটি নম্বর কৌশলে সংগ্রহ করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। বিষয়টি নজরে এলে
সাইফুজ্জামান শেখরের পক্ষে মিজানুর রহমান বাদী হয়ে শেরেবাংলানগর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের এডিসি আব্দুল আহাদের নেতৃত্বে গোয়েন্দা বিভাগ ও শেরেবাংলানগর থানা পুলিশের যৌথ টিম অভিযান চালিয়ে শহিদুল ইসলাম নয়নকে গ্রেপ্তার করা হয়।