—————- মিশুক সেলিম
আমি মনুষ্যদেহধারী মনপ্রাণ বিশিষ্ট এক সত্তা,
আছে প্রাণশক্তিবলে বেঁচে থাকার অদম্য স্পৃহা ,
বহুকোটি প্রাণের সমবায়ী শক্তি,উদ্ভাসিত মহাপ্রাণ,
আমি তিরোধানের আগেই প্রতিনিয়ত হই ম্লান ,
মহাসমুদ্রের মতো পরবাসী মন ডাঙ্গায় প্রতিক্ষণ ,
আমার মধ্যে আমি খুঁজি, নুতন প্রজন্মের মাঝে
বেঁচে থাকার ব্যর্থ চেষ্টা করি, কর্পুরের মতো
নিঃশেষ হতে থাকি, আর অস্তিত্বের প্রশ্নে কাঁদি,
সদ্য জবাইকৃত প্রাণীর বিছিন্ন মাংসপিন্ডের মতো
কেঁপে কেঁপে উঠি, বেঁচে থাকার ব্যর্থ চেষ্টা করি ।