আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২৫ মে ব্রাসেলসে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিবেন, জানিয়েছে হোয়াইট হাউজ।
হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়েছে, ন্যাটোভুক্ত দেশগুলোর সমস্থানীয়দের সঙ্গে বৈঠকে মার্কিন নেতৃত্বাধীন এ সামরিক জোটের প্রতি ওয়াশিংটনের শক্তিশালী পুনরায় ব্যক্ত করবেন ট্রাম্প। এ ছাড়া, সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে ন্যাটোর ভূমিকা নিয়েও আলোচনা হবে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ন্যাটো মহাসচিব জেন্স স্টোলেনবার্গকে আগামী মাসের ১২ তারিখে হোয়াইট হাউজে স্বাগত জানাবেন ট্রাম্প। জাতীয় এবং আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবেলায় ন্যাটোকে কি ভাবে শক্তিশালী করা যায় তা নিয়ে স্টোলেনবার্গের সঙ্গে আলোচনা করবেন তিনি।
সূত্র: পার্সটুডে
অগ্রদৃষ্টি.কম // এমএসআই