বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। দেশ এখন বিশ্বের বুকে মর্যাদার আসনে অধিষ্ঠিত।
শনিবার দুপুরে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী বিজ্ঞান সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের এক্সপোর্ট ভালো, রেমিটেন্স ভালো, রিজার্ভ ভালো। আমরা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সব কিছুতেই এগিয়ে। অর্থনৈতিক সামাজিক সব খাতে আমরা পাকিস্তান ও ভারত থেকে এগিয়ে।
তিনি বলেন, যে মহূর্তে দেশ এগিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে দুইজন বিদেশীকে হত্যা করে আন্তর্জাতিক বিশ্বে আমাদের ছোট করার চেষ্টা করা হয়। শিগগিরই দুই বিদেশী হত্যার রহস্য বের হবে।
তোফায়েল আহমেদ বলেন, যারা ৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে পারেনি এবং যারা ৯৩ দিন আন্দোলন সংগ্রাম করে সরকারের কিছু করতে পারেনি, তারা মনে করছে দু-একজন বিদেশীকে হত্যা করা হলে আন্তর্জাতিক বিশ্বে খবর হবে।
যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা বিষয়ে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ১৬টি শর্ত দিয়েছিল। প্রকৃতপক্ষে কোনো দেশ কোনো দেশকে শর্ত দিতে পারে না। যাই হোক আমরা গ্রহণ করেছি। ১৬টি শর্তই আমরা পূরণ করেছি। এখন তারা বলে, আরও কিছু করতে হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, যারা একদিন উপহাস করে বলেছিল বাংলাদেশ তলাবিহীন ঝুঁড়ি, তারা আজ দেখছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে। এটাকে তারা একটু হিংসার চোখে দেখে।
বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি এবং বাংলাদেশ বিজ্ঞান উন্নয়ন সমিতির সভাপতি প্রফেসর ড. শহীদ আখতার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মাহ্বুবর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ বিজ্ঞান উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক ড. মো. শহীদুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও সম্মেলন আয়োজক কমিটির সভাপতি প্রফেসর ড. মো. ইসমাইল হোসেন মিঞা ও সম্মেলন আয়োজক কমিটির সদস্য সচিব প্রফেসর ড. এম কামরুজ্জামান প্রমুখ।