জাকির সিকদার ঃ দিনাজপুরের ছেলে মকলেছুর রহমান ইমন এবার পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানি তেল আবিষ্কার করে ‘সৃজনশীল মেধা অন্বেষন ২০১৬’ প্রতিযোগিতায় দৈনন্দিন বিজ্ঞান জুনিয়র গ্রুপে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে।
মকলেছুর রহমান ইমন চিরিরবন্দর আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র। সে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার আরজি চন্দন চহট গ্রামের রেজাউল করিম ও মালেকা খাতুনের ছেলে।
ইমন সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতায় দৈনন্দিন বিজ্ঞান বিভাগ থেকে গত ২৪ মার্চ রংপুর বিভাগে চ্যাম্পিয়ন হয়। এরপর ৩১ মার্চ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাটি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত হয়। দেশের প্রতিটি বিভাগ থেকে একজন করে অংশগ্রহণকারী সেরার মধ্যে আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ইমন চ্যাম্পিয়ন হয়।
মকলেছুর রহমান ইমন তার প্রতিক্রিয়ায় জানায়, পঞ্চম শ্রেণিতে অধ্যায়নকালে নতুন কিছু করার অদম্য ইচ্ছা শক্তি তাকে আবিষ্কারের পথে এগিয়ে নিয়ে আসে। আর তার স্বীকৃতি মেলে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় অংশ গ্রহনের মধ্য দিয়ে।
ইমন বলে, পৃথিবীতে প্রতিনিয়ত প্লাস্টিক বর্জ্যরে পরিমাণ বেড়েই চলেছে। এ প্লাস্টিক পঁচতে সময় লাগে ৪০০ বছর। প্লাস্টিক বর্জ্য আমাদের পরিবেশ ও মানব জীবনের মারাত্বক হুমকি। তাই এ প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে জ্বালানি তেল উদ্ভাবন করতে পারলে জ্বালানি তেল হিসেবে কাজে লাগবে।
তিনি বলেন, স্কুলের শিক্ষক, সহপাঠিরা জ্বালানি উদ্ভাবনীর গঠন প্রণালী কার্যপ্রণালী ও উপকরণের বিষয়সহ আমাকে সব ধরনের সহযোগিতা করায় আমি সফল হয়েছি।