এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুর জেলা জাতীয় পার্টির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর জেলা জাতীয় পার্টির সভাপতি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ১৫ জুলাই বুধবার গণেশতলাস্থ মার্টিন চাইনিজ রেষ্টুরেন্টে ইফতার পূর্ব আলোচনা সভায় জেলা জাপার সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল এর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা জাপার ভাইস চেয়ারম্যান এ্যাড. নুরুল ইসলাম-১, এ্যাড. আমিনুল হক পুতুল, মোঃ হোসেন মুকুল, যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. নুরুল ইসলাম-৪, এ্যাড. সুধীর চন্দ্র শীল, সাইফুল্লাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এ্যাড. জুলফিকার হোসেন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক বীরগঞ্জ উপজেলা জাপা’র সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র জাতীয় মহিলা পার্টির নেত্রী রোকেয়া বেগম লাইজু, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ইদ্রিস আলী ঈদন, জাতীয় সৈনিক পার্টির সভাপতি ডা. আনোয়ার হোসেন, শ্রমিক পার্টির মিলন, ছাত্রসমাজের আহ্বায়ক ফরহাদ হোসেন, শ্রমিক পার্টির রাজিউল ইসলাম, খানসামা উপজেলার মোর্শেদুল আলম, চিরিরবন্দর উপজেলার ওয়াজেদ মাষ্টার ও এ্যাড. নুরুল আমিন শাহ, বীরগঞ্জের নাজমুল ইসলাম মিলন প্রমুখ। ইফতারের পূর্বে দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনায় মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ মাসুদ রানা।
আলোচনা সভায় বক্তাগন বলেন, পল¬ীবন্ধু এরশাদের নেতৃত্ব দেশের সরকার পরিচালনাকালে দেশের যে শান্তি প্রতিষ্ঠা হয়েছিল সে অবস্থা এখন আর নেই। বর্তমানে সমাজের সর্বস্থরে অশান্তি বিরাজ করছে। আজ দেশ ও জাতি আজ দূর্নীতির করাল গ্রাসে নিমজ্জিত। তাই দেশের শান্তি, শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় পার্টিকে শক্তিশালী ও সংগঠিত করে আগামীতে হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে সরকার গঠনের লক্ষ্যে দলের সকল নেতাকর্মীদেরকে সংগঠিত হয়ে একত্রে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, দেশের ৯ বছরের সফল রাষ্ট্রনায়ক, পল্লী বন্ধু এরশাদের বিকল্প এখন ও যোগ্য নেতৃত্ব তৈরী হয়নি। তাই জাতীয় পার্টির সকল স্তরের নেতাকর্মীদেরকে কঠোর পরিশ্রম ও ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে একটি শক্তিশালী ভিত্তির উপর দ্বার করাতে হবে। আর এদেশের সর্বস্তরের সাধারণ মানুষ এখন এরশাদের নেতৃত্বের প্রতি আগ্রহী হয়ে উঠেছে।