সিলেট প্রতিনিধি: যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বসবাসরত তরুণ প্রজন্মকে দেশমুখী করার উদ্যোগ নিয়েছে জালালাবাদ নন রেসিডেন্স অব বাংলাদেশ (জেএনআরবি) নামে একটি সংগঠন।
সংস্থার চেয়ারম্যান আকিকুল হক শামীম বলেন, প্রবাসে বসবাসকারী নতুন প্রজন্মের সঙ্গে দেশের মানুষের সেতুবন্ধন স্থাপন করাই সংস্থার উদ্দেশ্য। এ লক্ষেই সংস্থাটি কাজ শুরু করেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সংস্থার কার্যক্রমের ঘোষণা দিতে নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে সংস্থাটি।
সংগঠনটির কাজের বর্ণনা দিতে গিয়ে প্রবাসী আকিকুল হক শামীম বলেন, প্রবাসে থাকলেও আমাদের চিন্তা চেতনা জন্মভূমিকে ঘিরে। ফলে পরিবার পরিজন তথা তরুণ প্রজন্মকে দেশমুখী করতে এবং তাদের কাছে দেশের উর্বর সংস্কৃতি, অগ্রসর শিক্ষাসহ বিভিন্ন দিক তুলে ধরতেই এই সংস্থার আত্মপ্রকাশ। এই স্বপ্নের বাস্তব প্রতিফলন ঘটাতে সংবাদ মাধ্যমগুলোর সহযোগিতা কামনা করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, প্রবাসে থাকা নতুন প্রজন্মের অনেকের দেশের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। দেশের সংস্কৃতি, এমনকি জাতীয় সঙ্গীত পর্যন্ত জানে না প্রবাসে বেড়ে ওঠা এ প্রজন্ম। তাই এ মিলনমেলার মাধ্যমে দেশের ভালো দিকগুলো তুলে ধরা সম্ভব। এই সংস্থার মাধ্যমে বিশ্বের বুকে নিজের দেশকে আরো সুন্দরভাবে উপস্থাপন করা যাবে।
তিনি বলেন, জালালাবাদ এনআরবি কল্যাণ সংস্থার আয়োজনে প্রবাসে মিলন মেলায় প্রবাসীরা তাদের পরিবার পরিজন নিয়ে অংশ নেবে। যাতে দেশের সঙ্গে নতুন প্রজন্মের সেতুবন্ধন তৈরি হয়, একে অন্যের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। সেই সঙ্গে সবার সম্মিলিত প্রয়াসে নিজের দেশ সম্পর্কে বেশি বেশি করে জানতে পারবে সবাই।
সংগঠনের সাধারণ সম্পাদক বজলুর রহমান বাবুল জানান, আগামী বছরের ডিসেম্বর মাসের ২০ থেকে ৩০ তারিখের মধ্যে সিলেটে প্রবাসীদের মিলনমেলার আয়োজন করা হবে।
তিনি অভিযোগ করে বলেন, প্রবাসীরা দেশে আসার পর বিমানবন্দর থেকে শুরু করে যতদিন দেশে অবস্থান করেন, ততোদিনই তারা হয়রানির শিকার হন। এ বিষয়টি তাদের স্বপরিবারে দেশে আসাকে নিরুৎসাহিত করে। আর এসব নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে কাজ করবেন তারা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিদেশে আমাদের ছেলে মেয়েরা স্কলারশিপ নিয়ে পড়তে যায়। অনেক সময় বিদেশে থাকা খাওয়া নিয়ে নানা সমস্যায় পড়তে হয় তাদের। সেই সমস্যা সমাধানে যথাসম্ভব সহযোগিতা করবে প্রবাসীদের এ সংগঠনটি।
প্রবাসীদের উদ্দেশে বাবুল বলেন, বিদেশের কোনো পরিবার দেশে এসে যদি নিজেদের ছেলে মেয়েদের বিয়ে দিতে চান, সেই সময়ও উভয় পক্ষের বিস্তারিত খোঁজখবর নিতে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। শুধু তাই নয়, প্রবাসীদের যে কোনো সামাজিক অনুষ্ঠান, আইনি সহায়তাসহ নানা বিষয়ে সহযোগিতা দেওয়া হবে এই সংস্থার মাধ্যমে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সংস্থার সহ সভাপতি মাহাবুব এলাহী, সাংগঠনিক সম্পাদক প্রবাসী আলা উদ্দিন আহমদ মুক্তা, সোলেমান আহমদ, অর্থ সম্পাদক নাজমুল বাসিত শেখো, সদস্য আকরার বক্স মজুমদার, ফরহাদ চৌধুরী, নাজমুল বাসিত জয়, সাল সাবিলা মাহবুব কান্তা, জুবের খান প্রমুখ।