ডেস্ক রিপোর্টঃ জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা মোঃ নোমান (লক্ষীপুর)-কে জাতীয় পার্টির প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ ও পদবী থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সংগঠনটির গঠনতন্ত্রের ২০/১(১)-এর ক ধারা মোতাবেক তাকে অব্যাহতি দেয়া হয়। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আজ মোঃ নোমান-এর অব্যাহতি পত্রে স্বাক্ষর করেছেন।
এই আদেশ ইতোমধ্যেই কার্যকর হয়েছে।
জাতীয় পার্টি চেয়ারম্যান এর ডেপুটি প্রেস সেক্রেটারি
খন্দকার দেলোয়ার জালালী কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তির বরাত দিয়ে জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্যপ্রযুক্তি গবেষণা ও যোগাযোগ বিষয়ক সম্পাদক বদরুল হাসান জোসেফ এ তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, মোঃ নোমানকে প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ ও পদবী থেকে অব্যাহতি দেওয়ার কারণ হিসেবে অনেকেই ধরে নিচ্ছেন যে, গেলো জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে লক্ষিপুর ২ আসনে মনোনয়ন পেয়েও নোমান অজ্ঞাত কারণে নির্বাচন না করে অনেকটা আত্মগোপন করেন। পরে মূল বিষয়টি উন্মোচিত হতে থাকে, মোহাম্মদ নোমান মোটা অংকের অর্থের বিনিময়ে স্বতন্ত্র প্রার্থী শহিদ ইসলাম পাপুলকে সেই আসনে জয়ী হতে পরোক্ষভাবে সমর্থন দেন।