মৌলভীবাজার থেকেঃ ৬ই ডিসেম্বর ২০১৬ ইং রোজ বুধবার সময় বিকেল ৩ ঘটিকায় মৌলভীবাজার সদর থানার আখাইলকুড়া ইউনিয়নের জমুনিয়া সুমারাই গ্রামে মাননীয় সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন এক কমিউনিটি ক্লিনিকের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্টানে যোগ দেন।
আখাইলকুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল হকের প্রাণবন্ত সঞ্চালনায় ও সৈয়দ মোহাম্মদ আলির সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন মৌলভীবাজার-রাজনগর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়েরা মহসিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক ও প্রবীণ সাংসদ, বর্ষীয়ান আওয়ামী নেতা আজিজুর রহমান, অধ্যাপক মোঃ সেলিম, সত্যকাম চক্রবর্তী, ডাঃ আব্দুল হান্নান চৌধুরী (প্রাক্তন এডভাইজার, বিশ্বস্বাস্থ্য সংস্থা, কায়রো-মিশর) প্রমুখ।
এদিকে উক্ত ভিত্তি প্রস্তর অনুষ্টানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিনা মুল্যে চিকিৎসা সেবা নিশ্চয় একটি মহৎ উদ্যোগ। বর্তমান সরকার কমিউনিটি ক্লিনিক চালু করার উদ্দেশ্য’ই সকল শ্রেণী -পেশার জনসাধারণকে চিকিৎসা সেবার মাধ্যমে দেশের সর্বস্থরের মানুষকে সুস্থ্য সুন্দর জীবন উপহার দেয়া। আর এর’ই ধারবাহিকতায় বাংলাদেশের অন্যান্য অঞ্চলের ন্যায় এই জমুনিয়া এলাকায়ও একটি কমিউনিটি ক্লিনিক স্থাপন করার লক্ষ্যে আজ ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে কাজ শুরু হল।
সৈয়দা সায়রা মহসিন, অনুদান হিসেবে ৫ টন গম প্রদানের কথাও তার বক্তব্যে যোগ করেন।