চট্টগ্রাম প্রতিনিধি: নগরীর আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনি এলাকায় আওয়ামী লীগের দু’গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটেছে।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল অগ্রদৃষ্টিকে জানিয়েছেন, আকবর শাহ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর জহুরুল হক জসীমের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটেছে।
চট্টগ্রামের রাজনীতিতে আলতাফ হোসেন নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং কাউন্সিলর জহুরুল হক জসীম সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল অগ্রদৃষ্টিকে জানান, জাতিসংঘ থেকে পুরস্কার লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে নিউ মনসুরাবাদ এলাকা থেকে মিছিল বের করে আলতাফ হোসেনের অনুসারীরা। আলতাফ নিজেই মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন।
মিছিলটি নিউ মনসুরাবাদ থেকে কৈবল্যধাম হয়ে ফিরোজ শাহ কলোনিতে ঢোকার পথে আলতাফের অনুসারীরা কাউন্সিলর জসীমের বিরুদ্ধে শ্লোগান দেয়। এসময় জসীমের অনুসারীরা একজোট হয়ে মিছিলের উপর হামলা চালালে দু’পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়।
তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মিছিলটি বিশ্বকলোনি দিয়ে বের হয়ে যায়।
ধাওয়া পাল্টা ধাওয়ার সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানিয়েছেন।
তবে আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ অগ্রদৃষ্টিকে বলেন, দুই পক্ষে সামান্য সমস্যা হয়েছিল। গোলাগুলির মত কোন ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।