আ হ জুবেদঃ কুয়েতের পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার দেশটির বেসরকারি খাতে কর্মরত নন-গ্র্যাজুয়েট ৬০ বছর বয়সী প্রবাসীদের জন্য ওয়ার্ক পারমিট নবায়নের বিষয়ে একটি নতুন খসড়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এবিষয়টি নিয়ে আরবি দৈনিক আল-কাবাস্ পত্রিকার এক রিপোর্টের উদ্ধৃতি দিয়ে ইংরেজি দৈনিক আরব টাইমস এ খবরটি জানিয়েছে।
ওই রিপোর্টে উল্লেখ করা হয় যে, নতুন খসড়ার সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্য বীমা ছাড়াও নন-গ্রাজুয়েট প্রবাসীদের (৬০ বছর বা তার বেশি) কাজের পারমিট নবায়নের জন্য ২৫০ (কুয়েতি দিনার) ফি প্রস্তাব করা হয়েছে।
আর নতুন এই সিদ্ধান্তটি প্রতিমন্ত্রী জামাল আল-জালাভির নেতৃত্বে জনশক্তি বোর্ড অফ ডিরেক্টর্সের জন্য পাবলিক অথরিটির আসন্ন সভায় উপস্থাপন করা হবে।
এদিকে, হেলথ অ্যাসুরেন্স হসপিটালস কোম্পানি বলেছে যে, হাসপাতালের পরিচালনা পর্ষদ কর্তৃক প্রথম ‘দামান’ হাসপাতালটি নির্মাণাধীন রয়েছে যা ২০২২ সালের শেষ নাগাদ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় এক সূত্র জানিয়েছে, উক্ত হাসপাতাল চালু হলে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদের জন্য স্বাস্থ্য বীমা ফি ১৩০ কুয়েতি দিনারে উন্নীত করার জন্য অনুরোধ করবে।
তারপর’ই ২০২৩ সাল থেকে রেসিডেন্স পারমিট নবায়নের জন্য প্রবাসীদেরকে ১৩০ দিনার ফি হিসেবে পরিশোধ করতে হবে।