lউপসাগরীয় দেশ কুয়েতে ৯৭৬১২ জন প্রবাসীদের বয়স ৬০ বছর বা ষাটোর্ধ। এদের শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক, কম শিক্ষাগত যোগ্যতা বা অনেকের একেবারেই শিক্ষাগত যোগ্যতা নেই, ফলে তাদের চলমান আকামা শেষ হয়ে গেলে শিক্ষাগত যোগ্যতার সনদ ব্যতীত পরবর্তী আকামা নবায়ন হবেনা।
কুয়েতের পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন এর বরাত দিয়ে স্থানীয় ইংরেজী দৈনিক আরব টাইমস তাদের অনলাইন সংস্করণে এ খবরটি প্রকাশ করেছে।
স্থানীয় ওই দৈনিকটির রিপোর্টে আরো উল্লেখ করা হয় যে, চলতি বছরের জানুয়ারি মাসেই আকামা নবায়নের নতুন স্বয়ংক্রিয় প্রক্রিয়া চালুর পর এই রেসিডেন্সি আইনটি কার্যকর হতে যাচ্ছে।
ষাট থেকে পঁয়ষট্টি বছর বয়সী প্রবাসীদের আকামা নবায়নের ক্ষেত্রে অবশ্যই তাদেরকে হাইস্কুল ডিপ্লোমা বা বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারী হতে হবে।
অন্যদিকে, যাদের বয়স পঁয়ষট্টি বছরের উপরে তাদের ক্ষেত্রে স্নাতক ডিগ্রিধারী বাধ্যতামূলক করা হয়েছে। তবে সত্তর বছর বয়সী প্রবাসীদের শিক্ষাগত যোগ্যতার সনদ থাকলেও আকামা নবায়ন কোনোভাবেই সম্ভব নয়।এ বিষয়টি সাফ জানিয়ে দিয়েছে কুয়েতের জনশক্তি বিভাগের কর্তৃপক্ষ।
?️আ হ জুবেদ