বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুয়েত শাখার আহ্বায়ক এর অসাংগঠনিক কার্যক্রমের বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে কুয়েত শাখার যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম চৌধুরীর নেতৃত্বে সংগঠনটির কুয়েতের ৬ মহানগর কমিটির নেতৃবৃন্দরা।
২৫শে ডিসেম্বর সোমবার কুয়েত সিটিস্থ রাজধানী হোটেলে রাত ৯টায় যুবলীগ কুয়েতের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের ফাহাহিল মহানগর কমিটির সভাপতি শাহাদত হুসেন বিক্রম পুরির সঞ্চালনায় বক্তব্য রাখেন যুবলীগ কুয়েত’র ৬ মহানগর কমিটির নেতৃবৃন্দরা।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন কুয়েত কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম চৌধুরী, কুয়েত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির প্রথম সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম শাহিন ও সংগঠনের ফাহাহিল মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিক টিটু।
নেতৃবৃন্দরা প্রেস ব্রিফিং পূর্বে ৭ অভিযোগ সমূহ সংবলিত একটি প্রেসনোট প্রদান করেন উপস্থিত সাংবাদিকদেরকে।
অভিযোগে উল্লেখ করা হয়, সংগঠনের দুই সদস্য যথাক্রমে, আখলাকুল আম্বিয়া বাহার ও মনির হায়দার রাজনৈতিক শিষ্টাচার এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, অসাংগঠনিক ও রাজনৈতিক রীতি বহির্ভূত নানান কাজে লিপ্ত থাকায় তাদেরকে সংগঠন থেকে শোকজ করা হয়েছে।
উল্লেখ্য, ঢাকা কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদিত কুয়েতের ২১ সদস্যের কমিটির মধ্যে ১৪ জন সদস্য উক্ত শোকজ এর পক্ষে সহমত পোষণ করেন।
শেষে সংগঠন থেকে ঘোষণা দেয়া হয়, অভিযুক্ত ২ যুবলীগ নেতাকে বাহিরে রেখেই আপাতত কুয়েত যুবলীগের সকল কার্যক্রম পরিচালিত হবে।