মোঃ বিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ মধ্য প্রাচ্যের ধনী ও তেল সমৃদ্ধ দেশ কুয়েতে শ্রমিকদের জীবনমান এত খারাপ যাহা অন্যান্য দেশের তুলনায় অনেক পিছিয়ে। শ্রমিকদের ন্যায্যদাবীর জন্য কুয়েতে রক্ত ঝরছে আর দাবী আদায় করতে জেল জুলুম এমন কি গ্রেফতার সহ্য করতে হয়েছে হাজারো শ্রমিকরা। দাবী আদায় করতে আন্দোলনরত শ্রমিকদের রাতের আধারে মালিক পক্ষ পুলিশ দিয়ে ধরে নিয়ে দেশে পাঠিয়ে দিয়েছে এমন বর্বর নিষ্ঠুর আচরণ করার পরও কুয়েতের সাহসী শ্রমিকরা তাদের ন্যায্য দাবী আদায়ে পিছপা হয়নি।
এ দিকে গত ২৯ এপ্রিল শনিবার কুয়েত আল আহলিয়া কোম্পানির প্রায় ৪ হাজার শ্রমিক বেতন ভাতাসহ বিভিন্ন দাবীতে কুয়েতস্থ জিলিব আল সুযেখের হাসাবিয়া নামক স্থানে হাজার হাজার শ্রমিকরা রাস্তা নেমে বিভিন্ন দাবীতে নিজ ব্যারাকের সামনে বিক্ষোভ করে ও কর্মবিরতি পালন করে।
জানা গেছে, আল আহলিয়া কোম্পানি ৩ মাস যাবত বেতন দিচ্ছে না। এতে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। তাদের বাসস্থানের পরিবেশ নিম্নমানের ও দেশে ছুটিতে গেলে কোন বেতন ভাতা যাহা কুয়েত শ্রমিক আইনে তাদের প্রাপ্য তাহা দেয়া দুরের কথা ছুটির জন্য কোম্পানির ফোরম্যান, সুপারভাইজারদের কাছে বার বার ধরণা দিতে হয়।
এ দিকে শ্রমিকদের ন্যায্য দাবী আদায়ে তাদের আন্দোলন ও কর্ম বিরতি অব্যাহত থাকবে বলে জানা গেছে। আন্দোলনরত শ্রমিকরা জানিয়েছেন, কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস আন্তরিক হলে শ্রমিকদের সকল সমস্যা সমাধান সম্ভব। শ্রমিকরা দূতাবাসের সুদৃষ্টি কামনা ও তাদের ন্যায্যদাবী আদায়ে দূতাবাস এগিয়ে আসবে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই