কুয়েত সরকার পাঁচ ধাপে স্বাভাবিক জীবনে ফেরার যে কর্মসূচি ঘোষণা করেছে তারই অংশ হিসেবে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ১৮ আগস্ট মঙ্গলবার থেকে চতুর্থ ধাপে যেতে সম্মত হয়েছে।
? চলমান আংশিক কারফিউ ২০ আগস্টে মন্ত্রিসভার বৈঠকে পর্যালোচনা করা হবে।
? চতুর্থ ধাপে স্পোর্টস, হেলথ ক্লাব, নিত্য প্রয়োজনীয় দোকান, সেলুন, টেইলারিং শপ এবং ওয়ার্কশপ উন্মুক্ত করে দেওয়া হচ্ছে।
সূত্র, আরব টাইমস