সুমন রাজ বড়ুয়াঃ মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে অবস্হানরত বৌদ্ধদের ধর্মীয় সংগঠন “বাংলাদেশী বৌদ্ধ সমিতি, কুয়েত” এর উদ্যোগে ২৮শে সেপ্টেম্বর রোজ শুক্রবার শুভ মধু পূর্ণিমা উদযাপন -১৪২৫ বাংলা অশোক বড়ুয়া`র হাসাবিয়া বাসায় বুদ্ধ পূজা ও সীবলী পূজাসহ এবং সারাবিশ্বের মঙ্গল কামনায় এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধ পূজা ও সীবলী পূজা পরিচালনা করেন- সন্তোষ বড়ুয়া। দেবপূর্ণ বড়ুয়া,র সভাপতিত্বে এতে উদ্ধোধনী ও স্বাগত বক্তব্য রাখেন যথাক্রমে -উওম বড়ুয়া ও অশোক বড়ুয়া।বাবুল বড়ুয়া,র সঞ্চালনায় মধু পূর্ণিমার তাৎপর্য নিয়ে ধমীয় আলোচনা করেন – বিনয় প্রসাদ বড়ুয়া, স্বপন বড়ুয়া, বটন বড়ুয়া, লিটন বড়ুয়া প্রমুখ।
অন্যদের মাঝে উপস্হিত – অনুপ বড়ুয়া, রূপায়ন বড়ুয়া, কিশোর বড়ুয়া,সংঘতরু বড়ুয়া, বাবুল বড়ুয়া (১)দোলন বড়ুয়া, রয়েল বড়ুয়া, রকি বড়ুয়া, মিলন বড়ুয়া, নয়ন বড়ুয়া, উর্মিলা বড়ুয়া,মেঘা বড়ুয়া,সম্রাট বড়ুয়া জয় প্রমুখ।
সভায় বক্তরা, সাম্প্রদায়িকতা সম্প্রীতির সমুজ্জ্বলে “অহিংসা পরম ধর্ম”মন্ত্রে বাংলাদেশের সৃমদ্ধি কামনা করে, ২০১২সালের ২৯শে সেপ্টেম্বরের মত আর কোন ভয়াল রাত না আসে, সেই রাতের সহিংসতা কারীদের উদ্দেশ্য পূর্ণ্যদান করে তারা যেনো মনুষ্যত্ববোধ ফিরে পায় এই কামনা করে।
উল্লেখ্য যে সমিতির বয়োজৈষ্ঠ ও অধিকাংশ সদস্যদদের উপস্থিত হওয়ায় উক্ত অনুষ্ঠান প্রবীণ নবীনদের এক মিলনমেলায় পরিনত হয়। পরিশেষে সভাপতি বাবু অশোক বড়ুয়া,র সৌজন্য এক মধ্যান্ন ভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।