আ হ জুবেদ ঃ কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক জুলিও-কুরি শান্তি পদকে ভূষিত করার ৪৮ বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
কুয়েতে বাংলাদেশি কমিউনিটির নানা শ্রেণি-পেশার প্রবাসীরা ও দূতাবাসের কর্মকর্তাদের অংশগ্রহণে আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক বিশেষত বিশ্ব ও আঞ্চলিক শান্তি রক্ষায় তার অবদান নিয়ে আলোকপাত করা হয়।
বক্তব্যে রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান বলেন, “বিশ্ব শান্তি ও মানবতার কল্যাণে বঙ্গবন্ধুর আত্মত্যাগ ও অবদানের বৈশ্বিক স্বীকৃতি বাংলাদেশ ও বাঙালির অহংকার। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের মাধ্যমে বঙ্গবন্ধু দক্ষিণ এশিয়ায় শান্তির বীজ বপন করেছেন।বাংলাদেশের শান্তিপূর্ণ ভাবমূর্তি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেই পরিচালিত।”
রোববার স্থানীয় সময় বিকেল ৪টায় কুয়েতের মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলামের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, ডিফেন্স এটাচে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবু নাসের, শ্রম কাউন্সেলর আবুল হুসেন সহ দূতাবাসের অন্যান্য সদস্যরা।
দিবসের তাৎপর্য তুলে ধরে প্রবন্ধ পাঠ করেন, প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, দ্বিতীয় সচিব হাসান মনিরুল মহিউদ্দিন।