ডেস্ক নিউজ : কাফনের কাপড় পড়ে বকেয়া বেতন ও ইনক্রিমেন্টের ৭শ’ কোটি টাকা পরিশোধের দাবিতে রাজপথে নেমেছেন গ্রামীণফোনের কর্মীরা। পাওনা টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না বলেও শপথ করেন ৬ শতাধিক শ্রমিক-কর্মচারী।
আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে পাওনা টাকা পরিশোধ না করলে কঠিন আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন তারা। দাবি আদায়ে প্রয়োজনে সারা দেশে গ্রামীণফোনের অফিসে তালা ও ঘেরাও করার হুমকি দিয়েছে গ্রামীণফোন শ্রমিক-কর্মচারী পরিষদ ও গ্রামীণফোন শ্রমিক-কর্মচারী লীগ।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশে এই হুঁশিয়ারি দেন কর্মীরা। গ্রামীণফোনের শ্রমিক-কর্মচারীদের দাবির প্রতি একাত্মতা পোষণ করে বাংলাদেশ বেসরকারি পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন। শ্রমিকদের পাওনা আদায়ে আন্দোলন সংগ্রামে পাশে থাকারও ঘোষণা দিয়েছে সংগঠনটি।
আন্দোলনকারী সোহেল খান বলেন, কর্তৃপক্ষের নির্যাতন থেকে বাঁচার জন্য গ্রামীনফোন শ্রমিক কর্মচারী লীগ ও গ্রামীণফোন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ নামের দুটি সংগঠন গড়ে তোলা হয়। প্রথমত আন্দোলনকারী শ্রমিকের সংখ্যা ছিল ১২০০। প্যাকেজ চালু করার পর অনেকেই টাকা নিয়ে চাকরি ছেড়ে দিয়েছেন। কিন্তু এখনও আমরা ৬০০ কর্মী নির্যাতনের মধ্যে রয়েছি।
বৃহস্পতিবার থেকে আমাদের অফিসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কোনো নোটিস ছাড়াই এক অঞ্চলের কর্মীকে অন্য এলাকায় বদলি করা হচ্ছে। এ ধরনের নির্যাতন থেকে রক্ষা পেতে এবং চাকরি ফিরে পেতেই আমরা রাজপথে নেমেছি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন গ্রামীণফোন লি. শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাইয়ুম শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান প্রমুখ।