বাংলাদেশ দূতাবাস কুয়েতঃ তারিখঃ ১২ মার্চ ২০২০
…………………………………………………………………………
কুয়েত দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কুয়েত প্রবাসী বাংলাদেশীদের সদয় অবগতির জন্য জানানাে যাচ্ছে যে , বিশ্বজুড়ে প্রাণঘাতী করােনা ভাইরাস ( Covid – 19 ) দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে । বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( WHO ) ইতােমধ্যে এ ভাইরাসকে বৈশ্বিক মহামারী ঘােষণা করেছে ।
০২ । কুয়েত সরকার এই প্রাণঘাতি ভাইরাসের সংক্রমণ ও বিস্তারের ঝুঁকি কমিয়ে আনার লক্ষ্যে নিন্মােক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে ।
>১২ মার্চ ২০২০ থেকে ২৬ মার্চ ২০২০ পর্যন্ত সকল সরকারী ও অন্যান্য অফিসসমূহ বন্ধ ঘােষণা ।
> কার্গো বিমান ব্যতীত কুয়েত থেকে সকল ফ্লাইট আসা যাওয়া বন্ধ থাকবে ।
> সকল শপিংমল , রেস্টুরেন্ট , কফিশপ , বন্ধ থাকবে ।
> সকল প্রকার গণজমায়েত নিষিদ্ধ । ২৭ ফেব্রুয়ারী ২০২০ তারিখ হতে যারা কুয়েতে প্রবেশ করেছেন তাদের সকলের বাধ্যতামূলক মেডিকেল টেস্ট করতে হবে ।
০৩ । কুয়েত সরকারের নির্দেশনা মােতাবেক দূতাবাস নিম্নলিখিত নির্দেশনা / পরামর্শ প্রদান করছে ।
> পাসপাের্ট ও অন্যান্য কনস্যুলার সেবা ১২ মার্চ ২০২০ থেকে ২৬ মার্চ ২০২০ পর্যন্ত বন্ধ থাকবে । » জরুরী বিষয়ে ( যেমন – মৃতদেহ সংক্রান্ত ) বিষয়সহ অতীব জরুরী বিষয়গুলাে চালু থাকবে ।
> প্রবাসীদের যতদূর সম্ভব দেশে অথবা বিদেশে যাওয়া থেকে বিরত থাকতে হবে । , অতীব প্রয়ােজন না হলে রাস্তা – ঘাটে , মার্কেটে চলাচল বন্ধ রাখতে হবে ।
০৪ । করােনা ভাইরাস সংক্রান্ত খবরাদি আদান প্রদানের জন্যে দূতাবাসে হটলাইন চালু করা হয়েছে ।
এ বিষয়ে নিন্মােক্ত টেলিফোন নম্বরে যােগাযােগ করার জন্যে অনুরােধ করা যাচ্ছে ।
জনাব মনিরুল ইসলাম , প্রশাসনিক কর্মকর্তা – ৫৬৬৫৩০৯৭ জনাব ফরিদ হােসেন , কল্যাণ সহকারী – ৯৪৪২৯৭৪৪ জনাব তৌহিদুল ইসলাম মজুমদার , কল্যাণ সহকারী – ১৯৯৫৩৬৭৪৩ ০৫ ।
উপরােক্ত নির্দেশনাগুলােসহ ইতােপূর্বে দূতাবাস থেকে প্রকাশিত করােনা ভাইরাস সংক্রান্ত নির্দেশনাসমূহ কঠোরভাবে মেনে চলার জন্য অনুরােধ করা যাচ্ছে ।
কুয়েত দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।