রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, এক সময় স্বাধীনতা অর্জনের চেয়ে, স্বাধীনতা রক্ষা করা কঠিন ছিল। কারন স্বাধীনতার স্বপ্নধষ্টা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল স্বাধীনতা বিরোধীরা। কিন্তু বঙ্গবন্ধুর উত্তরসুরীরা সকল প্রতিকূল অতিক্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাস্তবে দেশ এখন মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার। সারা দেশে অনুষ্ঠিত উন্নয়ন মেলা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার একটি অংশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সে লক্ষে কাজ করে যাচ্ছে। তিনি গতকাল ১০জানুয়ারী রাউজান উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন মেলার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহছানুল হায়দর চৌধুরী বাবুল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ নূর মোহাম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, সহকারী কমিশনার ভূমি সোহাগ হোসেন, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ, রাউজান আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহম্মদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমূখ। উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা পৌর কাউন্সিলর বশির উদ্দিন খান, কাউন্সিলর কাজী ইকবাল, পৌর আওয়ামীলীগের সভাপতি নজুরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহাজান, পৌর কাউন্সিলর জমির উদ্দিন পারভেজ, সাইফুল ইসলাম চৌধুরী রানা প্রমূখ। প্রধান অতিথি ফজলে করিম চৌধুরী এমপি আরো বলেন, সারা দেশে উন্নয়নের বিল্পব ঘটবে। শুধু রাউজানে ১৬শ হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। রাউজানেকে সাজানো হয়েছে উন্নয়নের মহা সড়কে। উপজেলা চেয়ারম্যান বাবুল বলেন, উন্নয়ন মেলার মাধ্যমে রাউজানের চিত্র তুলে ধরা হয়েছে উন্নয়ন ও অগ্রগতির চিত্রদিয়ে। বর্তমান সরকার ও ফজলে করিম এমপি থাকলে উন্নয়নের জোয়ার থাকবে রাউজানে। রাউজান পরিপূর্ণ সমৃদ্ধ এলাকা। অসমাপ্ত কাজ সম্পূর্ণ হলে এ উপজেলা হবে সিঙ্গাপুরের আদলে। মেলা শতাদিক ষ্টল স্থান পেয়েছে।