ঢাকা, সেপ্টেম্বর ১৬, ২০১৫ – উন্নত চুলার বাজারের জন্য ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি), গ্লোবাল অ্যালায়েন্স ফর ক্লিন কুকস্টোভস ও অন্যান্য গুরুত্বপূর্ণ সংগঠনের সম্মেলন
ক্যাটালাইজিং ক্লিন এনার্জি ইন বাংলাদেশ (সিসিইবি) ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এর একটি প্রকল্প। গ্লোবাল অ্যালায়েন্স ফর ক্লিন কুকস্টোভস- ইউনাটেড নেশনস ফাউন্ডেশন এর একটি প্রকল্প, এর সহায়তায়, ঢাকার বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে এই প্রকল্পের তৃতীয় বার্ষিক বাজার সহায়ক আলোচনার আয়োজন করে। পরিবেশবান্ধব রান্নার সমাধানের জন্য একটি শক্তিশালী ও টেকসই বাজার তৈরির উপর গুরুত্ব দিয়ে, এই বছরের থিম হিসেবে “ট্রানজিশনিং টুওয়ার্ডস এ সাস্টেইনেবল মার্কেট”কে নির্ধারণ করা হয়। ২০০ জনের বেশি উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা ও জাতীয় এবং আর্ন্তজাতিক এনজিও কর্মকর্তারা চুলা প্রস্তুত ও বিতরণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নারী ও শিশুদের স্বাস্থ্যের উন্নতি বিষয়ক এই আলোচনায় উপস্থিত ছিলেন। জ্বালানি ও খনিজ স¤পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উদ্যোগকে আরও উৎসাহিত করেন। এছাড়াও ইউএসএআইডি’র ইকোনমিক গ্রোথ অফিস ডিরেক্টর ফারহাদ ঘাউসি, প্রধানমন্ত্রীর প্রধান সচিব জনাব আবুল কালাম আজাদ, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব জনাব আহমেদ কায়কাউস বিশেষ অতিথি হিসেবে যোগ দেন।
ইউএসএআইডি’র ইকোনমিক গ্রোথ অফিস ডিরেক্টর ফারহাদ ঘাউসি, বাংলাদেশ সরকার ও অন্যান্য অংশীদারদের সাথে মার্কিন সরকারের দক্ষ জ্বালানী শক্তি ব্যবহারের প্রতিশ্রুতির উপর জোর দেন। তিনি কম ক্ষতিকর ধোঁয়া নিঃসরণকারী, আরো অল্প জ্বালানী ব্যবহার করে এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নয় এমন চুলার উপর গুরুত্ব দেন। বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, রান্নায় জড়িত কার্বন নিঃসরণ কমাতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সরকার পরিবারগুলোকে পরিচ্ছন্ন এবং আরো দক্ষ প্রযুক্তি ও জ্বালানী ব্যবহারে উৎসাহিত করতে সকল প্রয়োজনীয় সহযোগীতা করবে। এ ছাড়াও সহযোগীরা রান্নায় পরিবেশ বান্ধব চুলার ব্যবহারের জন্য টেকসই বাজার গঠনে তাদের আন্তরিক সহযোগীতার ইচ্ছা প্রকাশ করেন। এশিয়া এবং সাব সাহারান আফ্রিকা অঞ্চলের অ্যালায়েন্স পরিচালক অরিজিৎ বসু, সরকার এবং সমস্ত সহযোগীদেরকে এই খাতে তাদের অবিরাম সাহায্য এবং প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ জানান। সরকার ও সহযোগী সংগঠনগুলো যৌথভাবে কর্মপরিকল্পনার বাস্তবায়নের মাধ্যমে লক্ষ্য অর্জন এবং দেশের সমস্ত রান্নাঘরকে ২০৩০ সালের মধ্যে ধোঁয়ামুক্ত করার ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন।
পাঁচ বছর মেয়াদী ইউএসএআইডি’র ১ কোটি ৫০ লক্ষ ডলারের সিসিইবি প্রকল্পটি বাংলাদেশে পরিবেশ বান্ধব রান্নার চুলার বাজার তৈরী ও শিল্প কারখানায় জ¦ালানী দক্ষতার উন্নয়ন এবং নিয়ন্ত্রিত পরিবেশ তৈরী করবে। যা পরিবেশ বান্ধব জ্বালানীর উন্নয়নে এবং স্থানীয় পরিবেশবান্ধব চুলা উৎপাদনকারী, পরিবেশক, খুচরা ব্যবসায়ী, বিনিয়োগকারী, এনজিও এবং অন্যান্য স্টেকহোল্ডারদের জন্য সহায়ক হবে। গত বছরের দ্বিতীয় বাজার ফ্যাসিলিটেশন প্লাটফর্মে উন্নত রান্নার চুলার বাজারের জন্য একটি শক্তিশালী ফাউন্ডেশনের প্রয়োজনীয়তা সিসিইবি এবং অ্যালায়েন্সের একটি যৌথ প্রচেষ্টার মাধ্যমে প্রদর্শিত হয়।
গ্লোবাল অ্যালায়েন্স ফর ক্লিন কুকস্টোভস আর্ন্তজাতিকভাবে পরিবেশ বান্ধব চুলা ও জ্বালানী ব্যবহারে উচ্চ পর্যায়ের জাতীয় ও দাতাদের অঙ্গীকারের বাস্তবায়ন করতে চাইছে। অ্যালায়েন্সের লক্ষ্য আগামী ২০২০ সালের মধ্যে ১০ কোটি গৃহে পরিবেশ বান্ধব চুলা ও জ্বালানীর ব্যবহার নিশ্চিত করা। ইউএসএআইডি পরিচ্ছন্ন চুলার গ্লোবাল অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা সদস্য। সংগঠনটি লক্ষ্য অর্জনে অ্যালায়েন্স এবং যুক্তরাষ্ট্র সরকারের অন্যান্য অংশীদারদের সাথে যৌথভাবে কাজ করছে।
বিস্তারিত:
পার্থ সরকার
হেড অব মিডিয়া রিলেশন
মোবাইল: +৮৮ ০১৬১২ ২২২ ৬২০২
ইমেইল: ঢ়ধৎঃযবংং@পড়হপরঃড়ঢ়ৎ.পড়স.নফ