ডেস্ক নিউজ : পরিবহন মালিকদের বিরোধের জেরে রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের ১৬ জেলার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বগুড়ার পরিবহন মালিকেরা। বগুড়া পরিবহন মালিক সমিতির নেতা আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বগুড়া ও রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ঢাকা-উত্তরাঞ্চল চলাচলকারী বাসগুলোর কাউন্টার বন্ধ করে দেয়া হয়েছে। রাতে কিছু এলাকা থেকে বাস ছাড়লেও সকাল থেকে পুরোপুরি বন্ধ থাকবে। হঠাৎ বাস বন্ধ করায় টার্মিনালে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। কাল মঙ্গলবার এই কর্মসূচির বিষয়ে আলোচনা হবে বলে জানান বগুড়া পরিবহন মালিকরা।
ঢাকা-বগুড়া শীতাতপ নিয়ন্ত্রিত বাসের সংখ্যা নিয়ে মালিকদের মধ্যে দুদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে প্রথমে শীতাতপ নিয়ন্ত্রিত বাস বন্ধ রাখার ঘোষণা দেয়া হলে, পরে উত্তরাঞ্চলের অন্য জেলার বাস মালিকেরাও এর সঙ্গে একাত্বতা ঘোষণা করে।