আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ায় আটক তিন মার্কিন নাগরিককে মুক্তি দেয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার এক টুইটে তিনি বলেন, পিয়ংইয়ং সফর শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তাদেরকে নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে বলেও জানান তিনি।
এদিকে হোয়াইট হাউস জানায়, মুক্তি পাওয়া মার্কিন নাগরিক টনি কিম, কিম ডং সুলসহ তিনজনই সুস্থ্য আছেন। তারা একা একা চলাফেরা করতে পারছেন বলেও জানানো হয়। বহুল প্রত্যাশিত ট্রাম্প-কিম বৈঠকের আগে তাদের মুক্তির বিষয়টি কোরীয় উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরণের অগ্রগতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা।