ঈদ আনন্দে ভাসে
– সাহাদাত সাঈদ
ঐ আকাশের এক ফালি চাঁদ
মিটি মিটি হাসে,
সে আনন্দের ভেলায় চরে
শিশু-কিশোর ভাসে।
সবার গায়ে রঙিন জামা
খুশিতে বাক বাক,
চারিদিকে শুনি যে তাই
ঈদের হাক ডাক।
ঈদের সে আনন্দে বলি
ঈদ মোবারক!
ঈদ মোবারক!!
ঈদ মোবারক!!!