অগ্রদৃষ্টি ডেস্কঃ প্রায় ৫০ দিন পর আমেরিকা প্রবাসী বাংলাদেশীদের জন্য ছিলো একটি স্বস্তির দিন। অর্থাৎ আজ থেকে ৫০ দিন পূর্বে আমেরিকায় করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশীদের মৃত্যুর মিছিল শুরু হয়েছিলো। ৫০ দিনের মাথায় এসে এ রিপোর্ট লেখা পর্যন্ত করোনায় আমেরিকায় গত ৬ মে কোনো প্রবাসী বাংলাদেশী মৃত্যুবরণ করেননি। তবে দীর্ঘ দিন অসুস্থ থেকে নিউইয়র্কের কুইন্স হাসপাতালে ৭ মে ইন্তেকাল করেছেন মোহাম্মদ আনোয়ার হোসেন রমিজ মিয়া। এ ছাড়াও গত ২৪ ঘন্টায় অর্থাৎ ৫ মে রাতে করোনায় আক্রান্ত হয়ে ব্রঙ্কসে মৃত্যুবরণ করেছেন জালিকা বিবি। এ পর্যন্ত আমেরিকায় বাংলাদেশীদের মৃত্যুর সংখ্যা ২৩৮।
আমেরিকায় কোনো বাংলাদেশীর মৃত্যু না হলে মৃত্যুর মিছিল বন্ধ ছিলো না। এ রিপোর্ট লেখা পর্যন্ত আমেরিকায় করোনায় আক্রান্ত প্রায় ১২ লাখ ৬০ হাজার মানুষ এবং মৃত্যুবরণ করেছে প্রায় ৭৫ হাজার মানুষ।
অন্যদিকে নিউইয়র্কে করোনায় আক্রান্ত ৩ লাখ ২৬ হাজার মানুষ এবং মৃত্যুবরণ করেছে প্রায় ২৫ হাজার মানুষ। তবে নিউইয়র্ক সিটিতে করোনায় আক্রান্ত এবং মৃত্যুবরণকারীর সংখ্যা কমেছে জানিয়েছেন নিউইয়র্ক সিটির গভর্নর। তার দেয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় নিউইয়র্ক স্টেটে মৃত্যুর সংখ্যা ২৩২ জন। এর মধ্যে ২০৭ জন হাসপাতালে এবং ২৫ জন নার্সিং হোমে। তবে গভর্নর এক অবিশ্বাস্য তথ্য দিয়েছেন। আর তা হলো- যারা বাসায় অবস্থান করছেন তাদের ৬০% লোকের করোনাভাইরাস রয়েছে। তিনি এখনো নিউইয়র্ক সিটি রিওপেন করবেন না। তিনি বলেন, মানুষের জীবনের মূল্য তার কাছে অর্থের চেয়ে বেশি।
নিউইয়র্কের ব্রঙ্কসে বসবাসকারী ব্রঙ্কস মুসলিম সেন্টারের প্রতিষ্ঠাতা সদস্য শুকুর আলীর মাতা জালিকা বিবি গত ৫ মে করোনায় আক্রান্ত হয়ে ব্রঙ্কসের লেবানন হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না ল্লিাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। মৃত্যুকালে তিনি সন্তাসসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে ব্রঙ্কস মুসলিম সেন্টারের কার্যকরি কমিটির সদস্যা শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপন করেন।