আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার পূর্ব ঘৌতায় বিদ্রোহীদের প্রথম গ্রুপ আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণকারী অধিকাংশ জঙ্গি জাবাত আল-নুসরা ফ্রন্টের সন্ত্রাসী। রাশিয়ান সেনা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সিরিয়ার সরকার ও রাশিয়ার সঙ্গে বেশ কয়েকটি জঙ্গি সংগঠন আত্মসমর্পণের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। তাদের সঙ্গে আলোচনা সফল হলে এরা সিরিয়ায় অস্ত্র ত্যাগ করে সাধারণ জীবন যাপনে চলে যাবে। এই লক্ষ্যে সিরিয়ায় একটি রিকোনসিলিয়েশন সেন্টার তৈরি করা হয়েছে। মেজর জেনারেল ইয়ুরি যেভতুশেঙ্কো এ কথা বলেন।
তিনি আরো বলেন, যারা আত্মসমর্পণ করছে তাদেরকে ইদলিব পাঠিয়ে দেয়া হচ্ছে। এরপর তাদের দিয়ে অন্য বিদ্রোহীদের সঙ্গে কথা বলানো হচ্ছে। যাতে তারা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসে। বেশ কয়েকটি জঙ্গি সংগঠনের বন্দি জঙ্গিদের মুক্তি দিয়ে ইদলিবে পাঠিয়ে দেয়া হয়েছে।
ইয়ুরি বলেন, পূর্ব ঘৌতায় এখনও ভয়ঙ্কর যুদ্ধ চলছে। বিদ্রোহীরা ওই সব নাগরিকদের ওপর বোমা বর্ষণ করছে যারা তাদের ছেড়ে পালিয়ে যাচ্ছে।
এদিকে সিরিয়া সরকার একটি হিউমেনিটেরিয়ান করিডোর তৈরি করেছে। সেখান দিয়ে জঙ্গি অথবা বেসামরিক নাগরিক যে কেউ অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। প্রথম দফায় ১৩ জঙ্গি ওই পথ দিয়ে এসে অস্ত্র ত্যাগ করে। দামেস্ক সংলগ্ন মুহায়েম আল-ওয়াফিদিন এলাকার করিডোর দিয়ে আত্মসমর্পণ করে। সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় এরা ছিল। সূত্র : আরটি