অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : ইসলামের প্রচার ও প্রসার ঘটাতে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে বরিশালের আগৈলঝাড়ায় ‘শহীদ আ. রব সেরনিয়াবাত সাধারণ রিসোর্স সেন্টার’র উদ্বোধন করা হয়েছে।
গতকাল রোববার সকালে উপজেলার সেরাল গ্রামে বরিশাল-১ আসনের এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ প্রতিষ্ঠিত শহীদ আ. রব সেরনিয়াবাত বৃদ্ধাশ্রম ও এতিমখানা ভবনে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক নিজাম উদ্দিনের সভাপতিত্বে ‘শহীদ আ. রব সেরনিয়াবাত সাধারণ রিসোর্স সেন্টার’-র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান। এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন এমপি আবুল হাসনাত আবদুল্লাহ্র ব্যক্তিগত সহকারী খায়রুল বাশার, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ, এ্যাড. রনজিত সমদ্দার, কাশেমাবাদ মাদ্রাসার অধ্যক্ষ কাওসার আহম্মেদ, বরিশাল ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড অফিসার রেজা মো. মাসুদ, ভাইস চেয়ারম্যান জসীম সরদার, মলিনা রানী রায়, মাওলানা মাসুম বিল্লাহ্ প্রমুখ। বক্তারা বলেন, অসাম্প্রদায়িক চেতনায় থেকেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ২২ মার্চ জ্ঞান-বিজ্ঞানসহ ইসলামের প্রচার ও প্রসার ঘটাতে ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। সেই থেকে ইসলামী ফাউন্ডেশন দেশে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। তাই ’৭১ সনে জাতির জনকের সাথে শহীদ হওয়া আ. রব সেরনিয়াবাতের জন্মভূমিতে তার স্মরণে ‘শহীদ আ.রব সেরনিয়াবাত সাধারণ রিসোর্স সেন্টার’ উদ্বোধন করা হয়েছে। এখানে শিক্ষার্থীরা বিজ্ঞান চর্চার পাশাপাশি ধর্মীয় জ্ঞানার্জন করে ইসলামকে বিকশিত করতে পারবেন। উদ্বোধন শেষে মাওলানা আবুল কালাম দেয়া পরিচালনা করেন।