আন্তর্জাতিক ডেস্কঃ ২০১৫ সালে অস্ত্র কেনার ক্ষেত্রে সারা বিশ্বের মধ্যে সৌদি আরব এক নম্বর অবস্থানে রয়েছে। এর পরের অবস্থান রয়েছে ভারত। আর ভারতের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান এ তালিকায় রয়েছে দশম স্থানে। ‘দ্যা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনিস্টিটিউট বা এসআইপিআরআই এ তথ্য দিয়েছে।
২০১৫ সালে সৌদি আরব ৩১৬ কোটি ১০ লাখ ডলারের অস্ত্র কিনেছে। এ দেশটি ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত পাঁচ বছরে বিশ্বের দ্বিতীয় প্রধান অস্ত্র আমদানিকারক দেশ ছিল। ২০০৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত সময়ের চেয়ে গত পাঁচ বছরে সৌদি আরব অস্ত্র কেনার পরিমাণ বাড়িয়েছে শতকরা ২৭৫ ভাগ। এছাড়া, ২০১৫ সালে আরব জোটের দেশ সংযুক্ত আরব আমিরাত অস্ত্র কেনার পরিমাণ বাড়িয়েছে শতকরা ৩৫ ভাগ, কাতার ২৭৯ ভাগ এবং মিশর ৩৭ ভাগ।
অস্ত্র আমদানির তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তারপরের অবস্থানে রয়েছে পর্যায়ক্রমে মিশর, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, চীন, ভিয়েতনাম, গ্রিস ও পাকিস্তান।
পাকিস্তান ২০১৪ সালে অস্ত্র কেনার দিক দিয়ে নবম স্থানে ছিল আর ভারত ছিল প্রথম স্থানে। ২০১৫ সালে ভারত কিনেছে ৩০৭ কোটি ৮০ লাখ ডলারের অস্ত্র সেখানে পাকিস্তান কিনেছে ৭৩ কোটি ৫০ লাখ ডলারের অস্ত্র। এর মধ্যে চীন সবচেয়ে বেশি অর্থের অস্ত্র দিয়েছে পাকিস্তানকে। ২০১৫ সালে চীন পাকিস্তানের কাছে ৫৬ কোটি ৫০ লাখ ডলারের অস্ত্র বিক্রি করেছে। আর আমেরিকার কাছ থেকে পাকিস্তান অস্ত্র আমদানি করেছে ছয় কোটি ৬০ লাখ ডলারের।
চীনের প্রধান অস্ত্র ক্রেতা হচ্ছে পাকিস্তান। চীনের মোট অস্ত্র বিক্রির শতকরা ৩৫ ভাগ অস্ত্র কিনেছে পাকিস্তান। এরপর চীন থেকে বেশি অস্ত্র কেনার তালিকায় রয়েছে বাংলাদেশ ও মিয়ানমার।
অন্যদিকে, ভারতের কাছে সবচেয়ে বেশি ১৯৬ কোাটি ৪০ লাখ ডলারের অস্ত্র বিক্রি করেছে রাশিয়া। এছাড়া ভারত ইহুদিবাদী ইসরাইলের কাছ থেকে ৩১ কোটি ৬০ লাখ ও আমেরিকার কাছ থেকে ৩০ কোটি ২০ লাখ ডলারের অস্ত্র কিনেছে।
সূত্রঃ রেডিও তেহরান
অগ্রদৃষ্টি.কম // এমএসআই