বিনোদন-ডেস্ক: রিচি সোলায়মান, শখ এর পর এবার আমেরিকায় বিয়ে করে পাড়ি জমালেন অভিনেত্রী রোমানা।
শনিবার যুক্তরাষ্ট্রের নিইউয়র্কের নদী তীরবর্তী ওয়ার্ল্ড স্পেয়ার মেরিনা হলে মডেল অভিনেত্রী রোমানা ও ব্যবসায়ী এলিন রহমানের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতায় যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন তারকারা অংশ নেন। এসময় রোমানার বাবা, মা, ভাইসহ অন্যান্য বন্ধু-বান্ধব ও স্বজন ছাড়াও রোমানার স্বামী এলিন রহমানের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে’র কুইন্সের ক্যারোনাতে রোমানার বড় ভাই রবিন খানের বাসায় উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে রোমানা ও এলিন রহমানের আকদ সম্পন্ন হয়। ৬ আগস্ট রোমানা ও এলিনের গায়ে হলুদ সম্পন্ন হয়।
জানা গেছে, রোমানা ও এলিনের প্রথম পরিচয় হয় যুক্তরাষ্ট্রেই একটি অনুষ্ঠানে ২০০৪ সালে। এরপর সেখানে মাঝে মাঝে দেখা হয়েছে। ২০১৪ সালের ডিসেম্বরে দু’জনের মধ্যে আবারো দেখা হলে এলিন রহমানের মায়ের আগ্রহে পারিবারিকভাবেই দুজনের বিয়ের সিদ্ধান্ত হয়।
বিয়ের পর রোমানার স্বামী এলিন রহমান বলেন, আল্লাহর রহমতে বিয়ের সব আনুষ্ঠানিকতা বেশ ভালোভাবেই শেষ হয়েছে। আমার বিশ্বাস আমরা পারিবারিক জীবনে, সংসার জীবনে ইনশাল্লাহ সফল হব। রোমানা খুব গুণী একজন অভিনেত্রী। আমি চাইবো রোমানা যেন তার গান গাওয়াটা ছেড়ে না দেয়।
বিয়ের অনুভুতি নিয়ে রোমানা বলেন, সংসার ও অভিনয় দুটো আসলে একসাথে করা সম্ভব নয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি অভিনয় আর করবো না। সংসার জীবনটাকে এখন প্রাধান্য দিতে চাই। এলিন এবং তার পরিবারকে সুখী করতে চাই। দেশ বিদেশের সবার কাছে দোয়া কামনা করে রোমানা বলেন, আমরা সুখী হতে পারি, ভালো থাকতে পারি।
এসএসসিতে সম্মিলিত মেধা তালিকায় স্থান পাওয়া এলিন রহমান এইচএসসি শেষ করার পর বুয়েটে স্থাপত্যবিদ্যায় এবং পরর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি অনার্স পড়ছিলেন। পরবর্তীতে কানাডায় ব্যাচেলর অব ইঞ্জিনিয়ার ডিগ্রি অর্জন করেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশী একজন ব্যবসায়ী হিসেবে এলিনের বেশ সুনাম রয়েছে।