খেলাধুলা ডেস্ক : নেইমার ইস্যুতে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসকে পাল্টা জবাব দিতে দেরি করেননি উনাই এমেরি। পিএসজি কোচের বিশ্বাস, মাদ্রিদে নয়, প্যারিসে থেকেই দলীয় ও ব্যক্তিগত সব পুরস্কার জিতবে ব্রাজিলের এই ফরোয়ার্ড।
গত বৃহস্পতিবার লিওনেল মেসি ও নেইমারকে পেছনে ফেলে পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জেতেন রোনালদো। নেইমার গতবারের মতো এবারও তৃতীয় হন। এরপরই নেইমারের আগামীতে ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়ে কথা বলেন পেরেস।
“ভোটে নেইমার তৃতীয় হয়েছে। অন্যান্য নতুন নামও আসতে পারতো। কিন্তু সত্যি বলতে, আমার মনে হয় ক্রিস্তিয়ানোর পর্যায়ে পৌঁছানোটা তার জন্য খুবই কঠিন। মাদ্রিদে এলে এটা জয় তার জন্য সহজ হতে পারে। প্রত্যেকটা বড় মাপের খেলোয়াড়ের যা প্রয়োজন মাদ্রিদ তাই দেয়।”
সংবাদ সম্মেলনে নেইমার প্রসঙ্গ উঠতেই পেরেসের পাল্টা জবাব দেওয়ার সুযোগটি ছাড়েননি পিএসজি কোচ।
কিছু দিন আগে পেনাল্টি নেওয়া নিয়ে পিএসজি সতীর্থ এদিনসন কাভানির সঙ্গে ঝামেলা হয় নেইমারের। পরে শোনা গিয়েছিল কোচ এমেরির সঙ্গেও সম্পর্ক ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তখনই গুঞ্জন উঠেছিল নেইমারের রিয়ালে যাওয়ার সম্ভাবনা নিয়ে।