আ হ জুবেদঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান মেয়াদের চতুর্থ উন্নয়ন মেলার ২০১৮ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস কুয়েত।
৫ই অক্টোবর শুক্রবার সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে চতুর্থ উন্নয়ন মেলা ২০১৮ দিনটি পালন করবে কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। এ নিয়ে কলাকুশলী শিল্পীদের চলছে প্রস্তুতি। বর্ণিল সাজে সাজানো হয়েছে দূতাবাস। বাংলাদেশ দূতাবাস কুয়েত প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য মেলায় সকল প্রবাসীদের আমন্ত্রণ জানাতে প্রেস ব্রিফিং করেছে দূতাবাস কর্তৃপক্ষ।
স্থানীয় সময় গতকাল বুধবার রাতে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান কুয়েত প্রবাসী সাংবাদিকদের বাংলাদেশ সরকারের বর্তমান মেয়াদের চতুর্থ উন্নয়ন মেলার ২০১৮ এর বিস্তারিত তুলে ধরে সকল প্রবাসীদের আমন্ত্রণ জানান।
কাউন্সিলর মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, বর্তমান সরকারের আমলে অবকাঠামোগত অভূতপূর্ব উন্নয়ন তুলে ধরতে বাংলাদেশের ন্যায় বাংলাদেশ দূতাবাস কুয়েতও চতুর্থ উন্নয়ন মেলা ২০১৮ আয়োজন করতে যাচ্ছে আগামী ৫ই অক্টোবর শুক্রবার।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মসূচিগুলো যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেজন্য সবার সহযোগিতা একান্তভাবে দরকার।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ দূতাবাস কুয়েতের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলাম জসিম উদ্দিনসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দরা।