কবি, মারজিয়া আমিন
আমি 2৫ শে মার্চের কালো রাত দেখিনি
দেখিনি লেলিহান আগুনের শিখা,
রীরঙ্গনার কান্না শুনিনি
শুনিনি পুত্রহারা মায়ের জ্বালা।
শুনেছি, বহু ত্যাগ আর সাধনার পরে
লাল সবুজের পতাকা জয়ে,
বীর বাঙ্গালী অস্ত্র ধরে
দেশটাকে যে স্বাধীন করে।
তবে, এখনো কেন অশ্রু ঝরে?
বৃষ্টি ফোটায় রক্ত পরে,
হাসনাহেনা ফুলের মাঝে
মানুষ পোড়া গন্ধ ভাসে?
আজো মায়েরা পুত্র শোকে
কেঁদে কেঁদে আঁখি ভরে,
কেন শত পুস্পকলি
না ফুটতেই ঝড়ে পরে।
কেন, ভূয়া রাজনীতির দোহাই দিয়ে
অকারণে মানুষ মারে,
নিজেরা ই ফায়দা লুটে
নিরীহদের শোষণ করে।
মুক্তিযুদ্ধে কি হয়েছিল?
এর চেয়ে আরো কত ভয়াভহ!
আছো যত মুক্তিযোদ্ধা,
চুপ থেক না, বল কথা???