মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ‘বাগানবাড়ি’ হিসেবে পরিচিত ‘দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা’ নিলামে উঠছে। আইএফআইসি ব্যাংকের ৮৭ কোটি ৫৬ লাখ ১৭ হাজার ৮৬২ টাকা পরিশোধ না করার দায়ে আগামী ২৭ জুন রিসোর্টটি নিলামে তোলা হবে। শনিবার (২৩ জুন) সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে, রিসোর্টটির ব্যবস্থাপনা পরিচালক এম নাসের রহমান অগ্রদৃষ্টির মৌলভীবাজার প্রতিনিধিকে নিলামের বিষয়টি নিশ্চিত করেন।
এছাড়া গত শনিবার (৫জুন) একটি জাতীয় দৈনিক পত্রিকায় এ সক্রান্ত একটি নিলাম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। নিলাম বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম নাসের রহমান, এম কায়সার রহমান, এম শফিউর রহমান, মেয়ে সাইফা রহমান সিদ্দিকী ও এম নাসের রহমানের মেয়ে ফারহীন আমিরাহ রহমানের কাছে আইএফআইসি ব্যাংক ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত সুদসহ ৮৭ কোটি ৫৬ লাখ ১৭ হাজার ৮৬২ টাকা ৭০পয়সা পাওনাদার। ওই টাকা পরিশোধ না করায় ‘দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা’ নিলামে তোলার ঘোষণা দেওয়া হয়। আগামী ২৭ জুন দুপুর সাড়ে ১২টায় পুরানা পল্টনে ব্যাংকটি প্রিন্সিপাল শাখায় দরপত্র খোলা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জানা গেছে, ২০১২ সালে ১ হাজার ৩৮৬ শতক জমিতে ৮৫ কক্ষবিশিষ্ট আন্তর্জাতিক মানের ‘দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা’ নির্মাণ করা হয়। বর্তমানে সেখানে শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও দেশি কর্মকর্তা- কর্মচারীদের দক্ষ জনবল নিয়ে এটি পরিচালিত হচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে ‘দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা’ ব্যবস্থাপনা পরিচালক এম নাসের রহমান এ প্রতিবেদককে বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের প্রেসার ছিল। তাই ব্যাংক নিলাম দিয়েছে। আগামী সপ্তাহে বিষয়টি সমাধান হয়ে যাবে। এ ব্যাপারে রিপোর্ট করার কিছুই নেই।’
এ প্রসঙ্গে আইএফআইসি ব্যাংকের প্রিন্সিপাল শাখার ম্যানেজার (ক্রেডিট) শফিউদ্দিন মিল্কি অগ্রদৃষ্টিকে বলেন, ‘ব্যাংকের পাওনা টাকা ফেরত পেতে ‘দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা’র নিলাম ডাকা হয়েছে। ২৭ জুন
দরদাতাদের সামনে দরপত্র খোলা হবে।’ ব্যাংকের আইন বিভাগ বিষয়টি তদারকি করছে বলেও জানান তিনি।