আ,হ,জুবেদঃ কুয়েতের সালমিয়া এলাকায় একই পরিবারের ৫ সদস্যের মর্মান্তিক মৃত্যুতে গতকাল ২অক্টোবর কুয়েত সিটির রাজধানী হোটেলে ফ্যামিলি ফোরাম কুয়েতের শোকসভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
শিশু বন্ধু চিত্রশিল্পী জহুরুল কাইয়ূম বাহারের সঞ্চালনায় ও আব্দুল হাই ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রদূত এস,এম আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল লতিফ খান কাউন্সিলর (শ্রম) কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস, জহিরুল ইসলাম প্রথম সচিব পাসপোর্ট বিভাগ কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস, মিজানুর রহমান এডমিনিস্ট্রেটিভ অফিসার কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস, জাহাঙ্গীর হুসেন পাটুয়ারী সভাপতি বাংলাদেশ কমিউনিটি কুয়েত, মুক্তিযোদ্ধা রবিউল আলম রবি, মুক্তিযোদ্ধা মোঃ শরিফ হুসেন, আব্দুর রউফ মাওলা সভাপতি ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরাম (আই,এম,এফ) কাদের মোল্লা, সাদেক হুসেন, প্রকৌশলী আশরাফ উদ্দিন, চুন্নু মোল্লা,
আবুল বাশার সভাপতি ম্যানেজার এসোসিয়েশন, জাহিদুল হক, নজরুল ইসলাম সিনিয়র সহ সভাপতি ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরাম (আই,এম,এফ)বিশিষ্ট ব্যবসায়ী মিঠুন সেলিম, মোরাদ চৌধুরী, রফিকুল ইসলাম ভুলু, মোরশেদ আলম বাদল, আবুল হাসেম এনাম, মুরাদুল হল চৌধুরী, ঈমাম উদ্দিন বাদল প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, প্রবাসী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নানান শ্রেণী পেশার কয়েক শতাধিক প্রবাসী বাংলাদেশীরা।
উল্লেখ্য, গত ১৬অক্টোবর ২০১৭ইং কুয়েত সময় ১টা ৩০মিনিটে আকস্মিক কুয়েতের সালমিয়া এলাকায় প্রবাসী জুনায়েদ আহমেদের বাসায় ভয়াবহ একটি অগ্নিকান্ডের ঘটনা ঘটলে ঘরে থাকা জুনায়েদ পরিবারের ৫সদস্য স্ত্রী রোকায়া (৫৫) মেয়ে জামিলা (১৫) মেয়ে নাবিলা (৯) ছেলে ইমাদ (১৩) ও ছেলে ফাহাদ (৩) শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারান।
এদিকে মর্মান্তিক এই ঘটনার একদিন পর ১৮ অক্টোবর মৃতদেহ গুলোর গোসল ও কাফন পরানো সম্পন্ন হলে, কুয়েতের সুলাইবিয়া ও সাবাহ্ এলাকায় দু’দফা জানাযা শেষে ঐদিন রাতেই মরদেহ গুলো কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় বাংলাদেশে লাশ গুলো প্রেরণ করা হয়েছিল।