তালির রোম ও ভ্যাটিকান সিটিতে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বুধবার রাতে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইতিহাদ এয়ারওয়েজের ইওয়াই-৮৪ ফ্লাইট বুধবার স্থানীয় সময় রাত ১০টার (বাংলাদেশ সময় রাত ৩টা) দিকে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর ছাড়ে।
বিমানবন্দরে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান শিকদারসহ শীর্ষ কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
আবুধাবিতে পৌঁছে প্রধানমন্ত্রী সেখানে একদিনের যাত্রাবিরতি করবেন। শুক্রবার দুপুর দেড়টার দিকে ইতিহাদ এয়ারওয়েজের ইওয়াই-২৫৮ ফ্লাইটে ঢাকার উদ্দেশে সংযুক্ত আরব আমিরাত ছাড়বেন তিনি। পরে শুক্রবার রাত ৮টার দিকে প্রধানমন্ত্রী ঢাকা পৌঁছাবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) প্রেসিডেন্ট গিলবার্ট ফাউসন হোউংবোর আমন্ত্রণে রোমে সংস্থাটির ৪১তম গভর্নিং কাউন্সিলে যোগ দিতে এবং পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে ভ্যাটিকান সিটি সফরে ১১ ফেব্রুয়ারি সকালে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।