তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাহমুদ আব্বাসকে বিদায় জানান।
এ সময় অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এইচ এম মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।
গত বুধবার (১ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ঢাকায় আসেন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন তিনি।
এ সফরে সহযোগিতামূলক সম্পর্ক জোরদারে দুই ভ্রাতৃপ্রতীম বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আন্তঃসরকার যৌথ কমিটি বিষয়ক এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের উপস্থিতিতে এ স্মারকে সই করেন বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এইচ এম মাহমুদ আলী ও ফিলিস্তিনের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি।