ছাইয়েদুল ইসলাম: টানা দুই যুগ পরে মৌলিক গানে কণ্ঠ দিলেন ফোক গানের কিংবদন্তি মুজিব পরদেশী। গানের শিরোনাম ‘প্রেমের কাঁটা’। মুরাদ নূরের সুরে গানটির কথা লিখেছেন নীহার আহমেদ সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু।
গানটি প্রসঙ্গে মুজিব পরদেশী বলেন, আমি দীর্ঘদিন নতুন মৌলিক গান থেকে দুরেই ছিলাম। গানের কথা ও সুর আমার বেশ ভালো লেগেছে। আশা করছি, আমার ভক্তদের গানটি ভালো লাগবে।
এদিকে সুরকার মুরাদ নূর বলেন, ‘গুণীজনদের সঙ্গে নিয়ে পথ চলতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। দীর্ঘ সময়ের পরিকল্পনা ও লালিত স্বপ্ন ছিলো ফোক লিজেন্ড মুজিব পরদেশী ভাইকে নিয়ে গান বানানোর। স্বপ্নটি পূরণ হওয়াতে আমি আনন্দিত।’
সুরকার আরো জানান, এই ঈদে পরদেশীর ‘প্রেমের কাঁটা’ গানটি প্রকাশ পাচ্ছে।
গানটির গীতিকবি নীহার আহমেদ বলেন- শাহবাগে আড্ডা দিতে দিতে হঠাৎ একদিন মুরাদ নূর গুনগুন করে আমাকে একটি সুর শুনিয়ে বললো কথা বসিয়ে দেন, গানটা মুজিব পরদেশীর জন্য করতে চাই। ফোক গানের লিজেন্ড এই শিল্পীর গান লিখতে গিয়ে বারবার আমাকে মনে রাখতে হয়েছে, তাঁর ধারা ও শ্রোতাদের কথা। আশা নয় বিশ্বাস করি শ্রোতাদের আস্থাকে আরো বেশী গতিশীল করবে প্রেমের কাঁটা গানটি।
কিংবদন্তি মুজিব পরদেশী গাওয়া সুপারহিট গানের মধ্যে রয়েছে, কলমে নাই কালি, আমি বন্দী কারাগারে, তোমায় আমি হলেম অচেনা, আমার সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া, আমি যার লাগি হইলাম অনুরাগী গো প্রাণসজনী, আমার জনম গেলো কাঁদিতে, আমারে নি পড়ে তোমার মনে প্রভৃতি।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই